Header Ads

Bangla Sad Story | একটি সত্যিকারের ভালোবাসার গল্প


সত্যিকারের ভালোবাসার গল্প


কেমন আছো? জানি ভালোই আছো, আর ভালো থাকবে নাই বা কেন? 
তোমার ভালো না থাকার করণটাই তো দূরে সরিয়ে দিয়েছো......
সরিয়ে দিয়েছো আমাকে তোমার জীবন থেকে.....
আচ্ছা মনে পরে সেই দিন গুলোর কথা? 
যখন রাত জেগে SMS করতাম.....
আমার ঘুম পেলেই তোমার অভিমান হতো......
মনে আছে আমাদের সেই প্রথম পরিচয়ের কথা? 
আমাদের সেই প্রথম দেখা.....
ধীরে ধীরে তোমার প্রতি দূর্বল হয়ে যাওয়া.....
একটা সময় ছিলো যখন বলতাম.....
তোমাকে ছাড়া বাঁচবো না.....
সে দিন আমি মিথ্যে বলতাম......
দেখ আজ তোমাকে ছাড়াই কি সুন্দর বেঁচে আছি.....
আচ্ছা আমার কথা কি তোমার একটুও মনে পরে না? 
আমাকে কি তুমি একটুও মিস করো না? 
জানো আমার যখন পুরনো কথা গুলো মনে পরে 
তখন আমাদের SMS গুলো পরি আর ভাবি......
কি পাগলামিই না করতাম আমরা.....

আমি একটুতেই অভিমান করতাম তোমার ভালো লাগতো না.....
তবে সেই অভিমান ছিলো খুঁব অল্প সময়ের জন্য.....
আচ্ছা তোমার মনে পরে সেই আনন্দ নগরে যাওয়ার কথা.....
কতো সুখেই না ছিলাম আমরা.....
দুঃখিত আমরা নই, শুধুই আমি.....
তুমি কি ভাবে সুখে থাকবে আমার সাথে.....
আমিতো তোমাকে কোন দিন সুখ দিতেই পারিনি.....
আর যদি পারতাম তোহলে হয়তো 
এভাবে চেরে যেতে পারতে না কখনওই.....
বলেছিলে কখনো একা ফেলে যাবেনা, 
তবু দেখ আজে একা একাই দিন কাটে.....
জানো তোমাকে ছাড়া বেঁচে থাকা অনেক কষ্টের, 
তবুও বেঁচে আছি কোন জানো? 
কারণ আমার মধ্যে সারা জীবন তোমাকে বাঁচিয়ে রাখতে চাই, 
থাক এসব কথা.....
আচ্ছা তোমার সব প্রতিশ্রুতি গুলো  কি তবে মিথ্যে ছিলো, 
মিথ্যে ছিলো আমাদের সেই অতীত? 
আচ্ছা এখন তুমি সকালে তোমার ঘুম ভাঙ্গাতে কেউ Phone করে? 
বলো যে......আর একটু পরে উঠবো......? 
নাকি এখনো আর কেউ তোমার ঘুমের মাঝে ব্যাঘাত ঘটায় না......
থাক এসব কথা...... 
হয়তো ব্যস্থ এখন তুমি অন্য কাউকে নিয়ে, 
তোমার ঘুম ভাঙ্গে হয়তো অন্য কারো ডাকে......
আচ্ছা বলো তো এতো কিছুর পরেও তোমাকে ভুলতে পারি না কেনো? 
ফিরবে না জেনেও কিসের এতো অপেক্ষা......
আচ্ছা সে কি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে?
জানি আজ এসব কথা অর্থহীন......
তুমি কোন দিন আমার ছিলেনা হয়তো হবেও না........
তবু তোমাকেই ভালোবাসি...... 
কোনো কারন ছাড়াই তোমাকে ভালোবেসেছি.....
এখন আর তোমাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থ না করিনা...... 
শুধু চাই তুমি ভালো থেকো...... 
আমার কাছে না হয় অন্য কারো কাছে......
আজ ও তোমার ভালো থাকাটাই আমার কাছে Important ......
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি....
আমার সাথে যা হয়েছে, তোমার সাথে যেন না হয়...... 
কারণ চাইনা তুমি কষ্ট পাও...... 
না পাওয়ার কষ্টটা অনুভব করো......
চাইনা কেউ তোমাকে এভাবে অবহলো করুর......
চাই শুধু তুমি অনেক অনেক ভালো থেকো......
ভালোবাসি শুধু তোমাকে......

“নিত্য নতুন গল্প পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।

No comments